জেলার খবর :
বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নবীগঞ্জ ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।রোববার (২৪ মার্চ) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউমদা এলাকায় তারা এ আন্দোলন করেন।
বিক্ষোভ সমাবেশে ইমাম চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রামভুজন রবিদাশ, সহ-সভাপতি পারুল বাকতি, চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সাধারণ সম্পাদক সুভাস দাসসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বারবার আশ্বাস দিয়েও এ দুটি বাগানের মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেননি। এজন্য কয়েক বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন বাগান শ্রমিকরা। এ ছাড়া রেশন, আবাসন সমস্যা সমাধানসহ শ্রমিকদের ন্যায্য দাবি পরিশোধ করছেন না বাগান কর্তৃপক্ষ।
সরকার ও চা বোর্ডের যৌথ সভায় মালিকপক্ষ সব বকেয়া পরিশোধের অঙ্গীকার করে আসলেও তারা কথা ঠিক রাখেননি। এজন্য কিছুদিন বাগান চালু হলেও পরে আবারও কর্মবিরতিতে চলে যান চা শ্রমিকরা। বর্তমানে চা বাগানের কাজকর্ম বন্ধ রেখেছেন ভুক্তভোগী শ্রমিকরা। এতে মানবেতর জীবনযাপন করছেন ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ শ্রমিক পরিবার।
শ্রমিক নেতারা ঘোষণা করেন, আগামী ৩ দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা হলে বৃহস্পতিবার থেকে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।