দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। টিউলিপের লন্ডনের সম্পদ, তদন্ত শুরু - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 1 August 2024

টিউলিপের লন্ডনের সম্পদ, তদন্ত শুরু


আন্তর্জাতিক ডেস্ক :
লন্ডনের একটি সম্পত্তির ভাড়া থেকে প্রাপ্ত আয়ের হিসাব নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় তদন্তের মুখে পড়েছেন শেখ মুজিবুর রহমানের নাতনি লেবার এমপি টিউলিপ সিদ্দিক।যুক্তরাজ্যের পার্লামেন্টের মান নিয়ন্ত্রক সংস্থা তার বিরুদ্ধে এই তদন্ত করছে। 


বুধবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 


যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিশনারর্স ওয়েবসাইটের তথ্য মতে, উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি এবং অর্থমন্ত্রণালয়ের ইকোনোমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিককে তার স্বার্থ সংশ্লিষ্ট তথ্য দেরিতে লিপিবদ্ধ করায় তদন্তের আওতায় নেওয়া হয়েছে।  


টিউলিপের দল লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, এই বিষয়ে পার্লামেন্টারি কমিশনারকে টিউলিপ পুরোপুরি সাহায্য করবেন। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়, টিউলিপই নতুন পার্লামেন্টের প্রথম এমপি যাকে নিয়ন্ত্রক কমিশনের তদন্তের আওতায় আনা হলো।  


এর আগে লেবার পার্টি ডেইলি মেইলকে বলেছিল, ওই আয় নিবন্ধন করার ব্যর্থতা ছিল প্রশাসনিক তদারকি।