দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মহান বিজয় দিবসে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের শেষ আয়োজন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 16 December 2024

মহান বিজয় দিবসে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের শেষ আয়োজন


খেলার প্রতিনিধি:

১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবসটি এবার বাংলাদেশের জন্য বিশেষত্ব বহন করে। কারণ ২০২৪ সালের ৫ আগষ্ট পুরো দেশবাসী নতুন করে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। এর পর পুরো বাংলাদেশের সকল বিভাগেই পরিবর্তনের হাওয়া লেগে যায়। তার বাইরে ছিল না বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের কিছু মানুষ ২০২৪ সালের শেষ ভাগে এসে সম্পন্ন করলেন ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

 

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের শীর্ষ কর্তাদের আয়োজন ছিল চোঁখে পড়ার মতোই। মহান বিজয় দিবস আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতা ২০২৪ ছিল বিশেষ আয়োজন । প্রতিযোগিতাটি বাংলাদেশ মার্শাল আর্ট রিসার্চ ইনস্টিটিউট আজিমপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। 


প্যাটার্ন বিভাগে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইয়েলো বেল্ট, গ্রীন বেল্ট, ব্লু বেল্ট, রেড বেল্ট ও ব্ল্যাক বেল্ট এই পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায়  সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাবরার জালাল জেনিফার ব্ল্যাকবেল ২য় দেন ড্যান। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অরিজিনাল তায়কোয়নদোর প্রবর্তক এবং বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশন এর মহাসচিব মাস্টার মোঃ সোলায়মান শিকদার। 



এছাড়াও আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের (প্রস্তাবিত অ্যাড হক কমিটির) সহকারি মহাসচিব মোঃ হারুন, কোষাধক্ষ জনাব আদম মোহাম্মদ ঈসা, এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব আসাদুর রহমান শিমুল, জনাব আল আমিন শিকদার, জনাব মোঃ আব্দুল খলিল এবং এস.কে. বিজয় দাস। মহান বিজয় দিবস আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতায় ৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।