দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মালদ্বীপে কুমিল্লা ভিক্টোরিয়ান,স ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 2 January 2025

মালদ্বীপে কুমিল্লা ভিক্টোরিয়ান,স ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন


মালদ্বীপ থেকে কাজী তৌহিদ :

গেল বুধবার মালদ্বীপ এর রাজধানী মালে স্থানীয় একটি হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান,স  ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন করা হয়,কুমিল্লা ভিক্টোরিয়ান,স  ফুটবল ক্লাব মালদ্বীপ এ  দীর্ঘদিন যাবত কাজের পাশাপাশি প্রবাসীদেরকে  নিয়ে খেলাধুলা করে আসছে, ক্লাবের সকলেই কর্মজীবী। কুমিল্লা ভিক্টোরিয়ান 'স এর হয়ে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো রাসেল প্রধান  লাবিব,  কোচ - মো ফজলু ইসলাম, মো জাকির হোসেন,  মো আরমান হোসেন, মো জালাল আহমেদ, মো জীয়া আহমেদ (গোল কিপার), মো ইউসুফ মো মেহেদী হাসান, মো  রহিম,মো রানা,


জার্সি উন্মোচন এর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার প্রধান উপদেষ্টা মো দুলাল,  উপদেষ্টা মো মামুন আব্দুর রউফ, সভাপতি  আলমগীর সিকদার,সহ-সভাপতি মো নাসির গাজী,  সাধারণ সম্পাদক মো আল আমিন, সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো খালেক তালুকদার, দপ্তর সম্পাদক মো ইকবাল হোসেন সাগর,অর্থ সম্পাদক  মো আক্তার,  সহ-ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো সোহাগ  আহমেদ ইফতি সহ আরো অনেকই,কুমিল্লা ভিক্টোরিয়ান 'স এর সদস্য বৃন্দগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, বিশেষ করে তাদের নিয়মিত  খেলার জন্য দপ্তর সম্পাদক মো ইকবাল হোসেন সাগর এর সহযোগিতায়  মাঠের একটা নির্ধারিত সময় আলোচনার মাধ্যমে ব্যবস্থা করে দেওয়া হয়। 


বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখা সব সময় প্রবাসীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থেকে কাজ করে যাবে।