দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে ডিএনসিসির অভিযান - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 13 May 2025

ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে ডিএনসিসির অভিযান


ঢাকা প্রতিনিধি :
রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠায় ডিএনসিসি প্রশাসন। 


মঙ্গলবার (১৩ মে) দুপুরে ধানমন্ডিতে ধানমন্ডি-২৭ মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত এ অভিযান চালানো হয়।


ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের দাবি ছিল নগরবাসীর। আজ থেকে তা শুরু হলো।


ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারিচালিত অটোরিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে। সেটা চালাতে চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। এনআইডি দিয়ে সেগুলোর জন্য চালকদের লাইসেন্সও নিতে হবে বলে জানান তিনি।


একটি জাতীয় পরিচয়পত্রের জন্য একটা রিকশা লাইসেন্স দেওয়া হবে। চলমান রিকশা নিয়ে যে বাণিজ্য রয়েছে- তা বন্ধ করা হবে।  এক এলাকার বৈধ রিকশাও অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়াও নির্ধারিত থাকবে বলেও জানান তিনি।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তা ও ডিএনসিসির অঞ্চল-৫ এর কর্মকর্তারা।