দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 25 May 2025

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি


জেলার খবর :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)।


বিজিবি সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। বিএসএফ তখন ছররা গুলি ছুড়ে। পরে তাদের মধ্যে দুজনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।


বিজিবি-৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত নেওয়া তথ্য নেওয়া হচ্ছে।