দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিসিবি সিইও সুজন পদত্যাগ জমা দিয়েছেন, সভাপতি এখনও প্রকাশ করেননি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 14 May 2025

বিসিবি সিইও সুজন পদত্যাগ জমা দিয়েছেন, সভাপতি এখনও প্রকাশ করেননি


ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর (বিসিবি) সিইও নিজাম উদ্দিন সুজন বিগত ২০ বছরের বেশি সময় ক্রিকেট বোর্ড এর সাথে যুক্ত। সিইও নিজাম উদ্দিন সুজনকে নিয়ে বিগত ১৫ বছরে শেখ হাসিনার আমলে ক্রিকেটে ব্যাপক দুর্নীতি আর স্বজন প্রীতির অভিযোগ মিডিয়াতে প্রকাশও পেয়েছে। সিইও নিজাম উদ্দিন সুজন সাবেক বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনের সবচেয়ে বড় দোসর ছিলেন। বহু দুর্নীতি আর স্বজন প্রীতির সফল কারিগর এই সুজন।   


কিন্তু আওয়ামী লীগ পতনের পরও সিইও নিজাম উদ্দিন সুজন স্বপদে ভাল ভাবেই বহাল ছিলেন গত ৮ মাস ধরে। তবে সিইও নিজাম উদ্দিন সুজনের বিরুদ্ধে সকল অভিযোগ ভেতরে ভেতরে তদন্ত হচ্ছিল। যার প্রমান মেলে দুদকর বিসিবিতে অভিযানের পর।


এর বহু আগে থেকেই সিইও নিজাম উদ্দিন সুজনের বিরুদ্ধে অন্দর মহলে তদন্ত শুরু করে দিয়েছিলেন বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। গেল বিপিএল চলাকালেই শোনা গিয়েছিল সিইও নিজাম উদ্দিন সুজনকে বাদ দেয়া হচ্ছে। 


কিন্তু পরও সিইও চার মাস ধরে স্বপদে টিকে রইলেন। তবে শেষ অবদি  নিজেকে বাঁচাতে সিইও নিজাম উদ্দিন সুজন নিজে থেকেই পদত্যাগ করেছেন বলে বিসিবি সূত্র থেকে জানা গেছে।


বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিইও নিজাম উদ্দিন সুজন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কিন্তু অজানা কারণে বোর্ড সভাপতি ফারুক আহমেদ এখনও মিডিয়াতে সিইও নিজাম উদ্দিন সুজন এর পদত্যাগের বিষয়টি প্রকাশ করেননি।