দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 2 June 2025

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন


জাতীয় প্রতিবেদক :
ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


এদিকে, আলোচনার প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব মতপার্থক্য ছিল, তা দূর করতে আজ থেকে দ্বিতীয় দফার সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেল সাড়ে ৪টায় এ দফার সংলাপের সূচনা করবেন কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


প্রসঙ্গত, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন—এই পাঁচটি বিষয়ে গঠিত সংস্কার কমিশনগুলোর জমা দেওয়া সুপারিশ যাচাই-বাছাই ও চূড়ান্ত করতে গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।


এর আগে, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত সংলাপের প্রথম পর্বে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন।