দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। নারী কাবাডি বিশ্বকাপে দল ঘোষনা করল ফেডারেশন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 26 July 2025

নারী কাবাডি বিশ্বকাপে দল ঘোষনা করল ফেডারেশন


খেলার মাঠে রিপোর্ট
১৩ বছর পর দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ^কাপ ২০২৫। আগামী ৩ থেকে ১০ আগষ্ট ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য এই আসরের জন্য আজ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষথেকে ১৫ সদস্যের দল নির্বাচন করে তা মিডিয়াতে ঘোষণা দিয়েছে। 


দলের ১৫ জন নারী খেলোয়াড় ছাড়াও রয়েছে দুজন কোচ, ১জন ম্যানেজার এবং আন্তর্জাতিক টেকনিক্যাল অফিসিয়াল। শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্বাবধানে বর্তমানে ধানমন্ িরিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শেষ সময়ের অনুশীলন সেরে নিচ্ছে দলটি, এমন তথ্যই গতকাল জানালেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওযাজ সোহাগ। 


বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নারী কাবাডি দল জোর প্রস্তুতি চালাচ্ছে, এ কথা বললেন সোহাগ। দল ঘোষণার সময় সাধারণ সম্বপাদক সোহাগ আরও বলেন, প্রস্তুতি অংশ হিসেবে বাংলাদেশ নারী কাবাডি দল নেপালে ৫ ম্যাচের কাবাডি টেষ্ট সিরিজে খেলে এসেছে। 


এক নজরে ২০২৫ নারী কাবাডি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল- শ্রাবনী মল্লিক, বৃস্টি বিশা¦াস, রুপালি (সিনিয়র), মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), দিশা মনি সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, তাহমিনা, মোছা: ইসরাত জাহান সাদিকা, আঞ্জুআরা রাত্রি। স্ট্যান্ড বাই প্লেয়ার-লাকি আক্তার। কোচ-শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী, ম্যানেজার- মনির হোসাইন ও আন্তর্জাতিক টেকনিক্যাল অফিসিয়াল স্বপন খান।