দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 17 July 2025

আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন


খেলার ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মারকাটারি এক অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন আন্দ্রে রাসেল। ব্যাটে-বলে ঝড় তোলা এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে তার জন্মস্থান জামাইকায়, সাবিনা পার্কে।


এরপর তিন ম্যাচের জন্য রাসেলের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার ম্যাথিউ ফোর্ড। সিরিজের শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।


৩৭ বছর বয়সী রাসেল টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ৮৪টি, করেছেন ১০৭৮ রান ও নিয়েছেন ৬১ উইকেট। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি।


বিদায় ঘোষণার সময় আবেগ চেপে রাখতে পারেননি রাসেল: ‘শব্দ দিয়ে বোঝানো যাবে না, মারুন জার্সি গায়ে তোলার অনুভূতি কেমন ছিল। ছোটবেলায় কখনো ভাবিনি এতদূর আসতে পারব। খেলাটা ভালোবাসতে শুরু করার পর বুঝেছি কী অর্জন সম্ভব। আমি চেয়েছিলাম কিছু রেখে যেতে, ভবিষ্যতের ক্যারিবীয় ক্রিকেটারদের অনুপ্রেরণা হয়ে উঠতে।’