দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। জুলাই শহীদদের প্রতি সিরিজ জয় উৎসর্গ করলেন লিটন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 17 July 2025

জুলাই শহীদদের প্রতি সিরিজ জয় উৎসর্গ করলেন লিটন


খেলার ডেস্ক :
শ্রীলঙ্কার মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করল টাইগাররা। আর এই ঐতিহাসিক জয়ের মাহেন্দ্রক্ষণে জাতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করলেন জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে অধিনায়ক লিটন দাস।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে ছিল দায়িত্বশীলতার গভীর সুর, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যেই এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’


শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। সর্বোচ্চ ৪৬ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। কিন্তু বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী, নিয়েছেন ৪ উইকেট।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিম একাই লঙ্কান বোলিংকে ছিন্নভিন্ন করে দিয়ে ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাত্র ১৬ ওভার ৩ বলে। ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে টাইগাররা।


২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সেই স্মৃতি মনে করেই লিটন বলেন, ‘দুই সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাঠে জয় যেমন চ্যালেঞ্জিং ছিল, শ্রীলঙ্কার মাটিতেও জয় সহজ কিছু নয়। ওরা খুবই ব্যালান্সড দল। এই সিরিজ জেতাটা দল হিসেবে আমাদের পরিণতিরই প্রতিফলন।’


সিরিজ জয়ে লিটনের উচ্ছ্বাস যেমন ছিল, তেমনি ছিল আত্মবিশ্বাসের বার্তাও: ‘যে কোনো সিরিজ জয় অধিনায়কের জন্য আনন্দের। আমি মনে করি, দেশের সব ক্রিকেটভক্তই আনন্দিত। আমরা সবাই মিলে লড়েছি, এটা একক কারও অর্জন নয়।’