দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। হেরে পেদ্রোকে ঘুষি মারলেন এনরিকে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 14 July 2025

হেরে পেদ্রোকে ঘুষি মারলেন এনরিকে


খেলার ডেস্ক
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরেই লিখল চমক জাগানো উপাখ্যান। একদিকে ইংলিশ জায়ান্ট চেলসি—এনজো মারোস্কার শিষ্যেরা শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রাসী, অন্যদিকে সুপারস্টার-সমৃদ্ধ প্যারিস সেইন্ট জার্মেই—যারা সবে চ্যাম্পিয়নস লিগ জিতেই এসেছিল টুর্নামেন্টে। কিন্তু রাতের শেষে ফল চেলসি ৩, পিএসজি ০। স্কোরলাইন যতই স্পষ্ট হোক, আলোচনার কেন্দ্রে ফুটবলের সৌন্দর্য নয়, বরং শেষ বাঁশির পর লুইস এনরিকের অপ্রত্যাশিত কাণ্ড—ব্লুজ ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে তিনি কণ্ঠনালির কাছে হাত তুলে আঘাত করেন, যা মুহূর্তেই শিরোপা উৎসবের রঙ ফিকে করে দেয়।


শুরুতেই চেলসির কিশোর-চিত জ্বালা। ষষ্ঠ মিনিটে কোল পামারের গোলমুখী দৌড় এবং নিচু শট ডোন্নারুমাকে হার মানায়—১–০। ২২-তম মিনিটে আবারও পামার; ফিল্ড জেনারেলের মতো ডি-বক্সে জায়গা করে বল জড়ালেন জালে—২–০। বিরতির ঠিক আগে জোয়াও পেদ্রোর নিখুঁত কাছাকাছি থ্রু-বল, ঠাণ্ডা মাথায় নৈপুণ্য দেখিয়ে জাল স্পর্শ—৩–০। ফরাসি চ্যাম্পিয়নদের ছন্দহীনতা, কাটছাঁট-হীন রক্ষণ, আর চেলসির হাই-প্রেসের মিশেলে ম্যাচ মূলত সেখানেই নিষ্পত্তি।


দ্বিতীয়ার্ধে পিএসজির ফুঁসতে থাকা হতাশা ফেটে পড়ে ৮৪-তে—চেলসির স্প্যানিশ ফুল-ব্যাক মার্ক কুকুরেলার চুল টেনে ধরেন জোয়াও নেভেস, সরাসরি লাল কার্ড। এরপর আরও কিছু ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি; কিন্তু সব ছাপিয়ে যায় অতিরিক্ত সময়ের সুরে যখন পিএসজি গোলরক্ষক দোন্নারুমা এক চেলসি খেলোয়াড়কে ধাক্কা দেন, পরিস্থিতি ঠেকাতে এগিয়ে আসেন লুইস এনরিক। সেখানেই ঘটনার মোড়, চাপে পড়ে আছেন পেদ্রো—এনরিকের হাত উঠে যায় ফরোয়ার্ডের গালে। মুহূর্তের মধ্যে দু’দলের খেলোয়াড়-স্টাফরা জটলা, ধাক্কা-ধাক্কিতে থমকে যায় ট্রফি উৎসব।


টেলিভিশন ক্যামেরা, স্টেডিয়াম স্ক্রিন, সামাজিক মাধ্যম—সবখানেই ভাইরাল সেই দৃশ্য। ম্যাচ-পরবর্তী সংবাদসম্মেলনে লুইস এনরিকের আত্মপক্ষ, “খেলোয়াড়দের আলাদা করতেই গিয়েছিলাম, ছেলেটা (পেদ্রো) একটু বাড়াবাড়ি করেছে, ধাক্কা লেগে গেছে।” তবে ফিফার শৃঙ্খলা কমিটির তদন্ত ঝুলছে তার মাথার ওপর, নিষেধাজ্ঞার কাটায় টুর্নামেন্ট-পর্ব ম্লান হতে পারে স্প্যানিশ কোচের জন্য।


অবশ্য বিতর্কের আড়ালে ইতিহাস লিখে নিয়েছে লন্ডনের ক্লাবটি। ৩২-দলের রূপে প্রথমবার হওয়া ক্লাব বিশ্বকাপের মুকুট উঠল ব্লুজদের হাতে, নায়ক—ম্যাচসেরা কোল পামার। পিএসজি সেমিফাইনালে ৪–০-তে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ‘অপ্রতিরোধ্য’ তকমা পেলেও, ফাইনালে চেলসির সংগঠিত কৌশল আর ধারালো কাউন্টার-প্রেস বিকল করে দিল ফরাসি মহারথীদের মেশিন।


শেষে তাই ট্রফি-মঞ্চে নীল রঙের ঝলক, কিন্তু স্মৃতিতে রয়ে গেল এক অযাচিত মুঠো। ফুটবলভক্তদের মুখে প্রশ্ন—শিরোপার জৌলুসকে কি ম্লান করে দিল লুইস এনরিকের সেই এক ঘুষি? সময়, আর ফিফার রায়ই দেবে উত্তর।