দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক - durontobd

সংবাদ শিরোনাম

Friday, 4 July 2025

২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক


বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।


বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।


আটক বেচারাম পরোমানিক উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিকের ছেলে।


উদ্ধার সব পাসপোর্টে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। ট্রাকচালক আনসার সদস্যদের কাছে স্বীকার করে জানান, ভারতের বনগাঁ শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে পাসপোর্টগুলো উঠিয়ে এনে বেনাপোলে রাজ্জাক নামে এক ব্যক্তির কাছে দেওয়া হবে। এর বিনিময়ে তিনি পাবেন ৩ হাজার টাকা।


বেনাপোল স্থলবন্দরের আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) এইচএম হেলালউজজামান কালবেলাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি- ভারতীয় এক ট্রাকচালক অনেকগুলো পাসপোর্ট বাংলাদেশে নিয়ে আসছে। এই পাসপোর্টগুলোতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে ট্রাকচালকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভেতর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।