দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সারা দেশে গ্রেফতার ১৫৬৮ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 13 July 2025

সারা দেশে গ্রেফতার ১৫৬৮


আইন-আদালত :

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযোগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১০৫৭ জন এবং অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন ৫১১ জন।


রবিবার (১৩ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


তিনি জানান, শনিবার (১২ জুলাই) সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১১ জন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।


অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।