দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মামলা: গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 29 August 2025

সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে মামলা: গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত


জহির শাহ্ বিশেষ প্রতিনিধি 

ভোলার আদালতের দুর্নীতি ও অনিয়মের মুখোশ উন্মোচন করেছিলেন সাংবাদিক সাগর চৌধুরী। তাঁর সাহসী অনুসন্ধানী প্রতিবেদন ক্ষমতার গলিতে অস্বস্তি ছড়ালেও, এর পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন আইনি হয়রানির শিকল। এই মামলাকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) গণমাধ্যমের স্বাধীনতার ওপর নির্মম আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছে, দাবি জানিয়েছে এর অবিলম্বে প্রত্যাহারের। ডিইউজে’র সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম ২৮ আগস্ট এক বিবৃতিতে বলেন, “এই মামলা সাগর চৌধুরীর বিরুদ্ধে নয়, এটি সাংবাদিকতার মৌলিক নীতির ওপর আঘাত। সত্য প্রকাশের কণ্ঠরোধের এই প্রচেষ্টা অগ্রহণযোগ্য।”


সাগর চৌধুরীর প্রতিবেদন জনগণের জানার অধিকারের প্রতিনিধিত্ব করলেও, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ডিইউজে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে। তারা বলছে, কোনো সংবাদে ক্ষুব্ধ হলে প্রতিবাদ বা প্রেস কাউন্সিলে অভিযোগের পথ খোলা থাকলেও, সরাসরি মামলা দায়ের গণমাধ্যমের কলমকে নিস্তব্ধ করার কৌশল। এই ঘটনা বাংলাদেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের চিত্র তুলে ধরে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ১৯৬ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ৪৪টি মামলা সংবাদ প্রকাশের জেরে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যা, সৌরভের ওপর হামলাসহ একাধিক ঘটনা দেশের আইনশৃঙ্খলার ভঙ্গুর অবস্থার প্রমাণ।


২০১২ সালে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার অমীমাংসিত তদন্ত এই দায়মুক্তির সংস্কৃতিকে আরও প্রকট করে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এটিকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। ডিইউজে ও অন্যান্য সাংবাদিক সংগঠন সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা, মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যা-নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। আর্টিকেল নাইনটিনসহ আন্তর্জাতিক সংগঠনগুলো ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান জানিয়েছে।


সাগর চৌধুরীর মামলা শুধু একজন সাংবাদিকের সংকট নয়, এটি গণতন্ত্র ও সত্যের জন্য লড়াই। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদে সাংবাদিকদের একটাই কণ্ঠ—‘সত্য বলার স্বাধীনতা চাই!’ এই লড়াই বাংলাদেশের প্রতিটি নাগরিকের, যারা সত্য জানতে ও বলতে চায়।