দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগরে মশাল মিছিল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 1 September 2025

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগরে মশাল মিছিল


জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।


মশাল মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিব্বির আহাম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মো. আব্দুল্লাহ, বিজয়নগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. শাহআলম ভুইয়া, সদস্য সচিব মো. খান দেলোয়ার হোসেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আলআমিন খন্দকার, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খানসহ অন্যান্য নেতাকর্মীরা।


সভায় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন—এ হামলা গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।