দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। এএফসি চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান গেলেন আফঈদা-স্বপ্না - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 15 August 2025

এএফসি চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান গেলেন আফঈদা-স্বপ্না


খেলার ডেস্ক :

গত কয়েক বছর ধরেই ভুটানের ক্লাবগুলোর হয়ে নিয়মিত খেলছে বাংলাদেশ নারী ফুটব দলের সদস্যরা। সেই ধারায় এবার যোগ হলো আরও দুই ফুটবলার। ভুটানের ক্লাবের হয়ে খেলতে দেশ ছেড়েছেন জাতীয় দলের অধিনায়ক ও ডিফেন্ডার আফঈদা খন্দকার এবং মিডফিল্ডার স্বপ্না রানী।


আজ শুক্রবার (১৫ আগস্ট) ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা। ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ভুটান যাওয়ার কথা জানিয়েছেন আফঈদা ও স্বপ্না। আগামী ২৫ আগস্ট লাওসে শুরু হবে এই আসরের প্রিলিমিনারি রাউন্ডের খেলা।


নিজের ফেসবুক একাউন্টে বিমান বন্দরের একটি ছবি পোস্ট করে আফঈদা লিখেছেন, ‘ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন মিশন এএফসি উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’ আফঈদার মতো একই বার্তা দিয়ে বিমানবন্দরে নিজের ছবি পোস্ট করেছেন স্বপ্নাও।


এ নিয়ে বর্তমানে ভুটানের ক্লাবে যোগ দেওয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৫ জন। প্রথম দফায় ভুটানের লিগে খেলতে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। পারো এফসির হয়ে খেলছেন তারা।


থিম্পু সিটির হয়ে খেলতে এরপর দেশ ছাড়েন মারিয়া মান্দা, সানজিদা খাতুন ও শামসুন্নাহার সিনিয়র। তাদের সঙ্গেই দেশ সেরা ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। আগে থেকেই এই ক্লাবের হয়ে খেলছিলেন কৃষ্ণা রানী।


এরপর গতমাসে এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করে ভুটান যান তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র। তারা ভুটানের উইমেন’স লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলছেন। শাহেদা আক্তার রিপা আগে থেকেই খেলছিলেন এই দলের হয়ে। তাদের সঙ্গে এবার যোগ হলেন আফঈদা ও স্বপ্না।