গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল,দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে এই দিনটি পালন করেন উপজেলা গণ অধিকার পরিষদ ও পৌর গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব মাষ্টার এর সভাপতিত্বে,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রেজাউর রহমান তানভীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া,উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদেক আহামেদ আকাশ,অর্থ সম্পাদক মাহমুদুল হাসান পাপ্পু,পৌর গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি একে নিরব,সাধারণ সম্পাদক রবিন আলী,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আলাল আহামেদ বাদল,সহ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া,উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাকিবুল হাসান রাসেল,উপজেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক রুবেল মিয়া,ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।পরে উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে জন্মদিন পালন করেন এবং দলটির বিগত দিনে প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন সংগ্রামে নিহত ও আহত সকলের জন্য দোয়া করেন।
