ফরিদপুর প্রতিবেদক :
ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে পদযাত্রার আগে শনিবার দুপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন প্রায় ১৬ বছর যাবত তিনি নির্বাসিত আছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
দেশে গণতন্ত্র ও ভোটার অধিকার ফিরিয়ে আনার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘দেশের মানুষ অভাব-অনটনে আছে। গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই। গণতন্ত্র ভোটার অধিকারের জন্য আমাদের যে আন্দোলন চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ জেলার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
