দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক : ওবায়দুল কাদের - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, February 18, 2023

গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক : ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিবেদক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভক্ত রাজনীতিতে সেতু না হয়ে দেয়াল তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন । এই দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শনিবার গাজীপুর কালীগঞ্জে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক মানে ও অভিনয়ে এবং সংলাপে অনেক সমৃদ্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে। জনগণের জীবনমান উন্নয়ন কাজ করছে।

বাংলাদেশের অস্তিত্ব ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন অভিনয় শিল্পী মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।