খেলার প্রতিবেদক :
বিপিএল ফাইনলে সহ মোট ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৫ ফিফটিতে ৪০৩ রানে সেরা ব্যাটসম্যানের তালিকায় ৩য় তৌহিদ হৃদয়। সিলেটের এই ওপেনার ফাইনালে উঠার আগেই খবর চাওউ হয়ে গিয়েছিল ইংল্যান্ড সিরিজে তৌহিদ জাতীয় দলের ডাক নিম্চিত।
ফাইনাল শেষ হবার আগেই বিসিবির মেইলে জানা হয়ে গেছে ১৫ জনের ওডিআই দলে তৌহিদ নতুন মুখ।
তৌহিদের দলে নেয়া প্রসঙ্গে সিলেটের অধিনায়ক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ম্যাশ কি ভাবছেন বা তাঁর প্রতিক্রিয়া কি? জবাবে ম্যাশ নেতিবাচক উত্তর দিলেন। বলেন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি টু আর্লি। তৌহিদকে আরো একটু সময় দেয়া উচিত ছিল বলেই মনে করি। আমার কাছে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে বলেই মনে হচ্ছে।’
ম্যাশ বলেন, মনে রাখতে হবে প্রতিপক্ষ জাতীয় দলে ৫ জন সেরা আন্তর্জাতিক বোলার থাকে। তাদের খেলাটা কঠিন, আপনি দ্রুত দলে ডাক পেলেন, পরে খেলতে পারলেন না। তখন আপনাকে বাদ দেয়া হলো! এতে কি ক্রিকেটারের উপর নেতিবাচক প্রভাব পড়বে না? আমি মনে করি, নতুন একজনের পক্ষে জাতীয় দলে ৬/৭ ম্যাচে ভাল খেলা সহজ। কিন্তু এরপরই সব কঠিন, কারণ এরপর প্রতিপক্ষ আপনার কম্পিউটার এ্যানালাইসিস গবেষণা করবে। আপনার জন্য খেলাটা কঠিন হবে। তাই তৌহিদকে আরো সময় দেয় উচিত ছিল, ্আমি আবার বলব টু আর্লি হয়ে গেছে।’
