দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। লড়াই করে হেরেছে বলে রুবেলকে বাঁচালেন মাশরাফি - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, February 17, 2023

লড়াই করে হেরেছে বলে রুবেলকে বাঁচালেন মাশরাফি

খেলার প্রতিবেদক :

বিপিএল ফাইনলে ৭ উইকেটে হেরেও মধ্যরাতে মুখে হাসি নিয়েই মঞ্চে গেলেন মাশরাফি। পুরস্কার হাতে নিলেন এরপর সোজা সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন।

প্রত্যাশার চেয়েও বেশি পথ এগিয়েও সফলতা এলো না, বিপিএল ফাইনাল জেতা হলো না, কেমন অনুভূতি? জবাবে ম্যাশ বললেন, আমি অখূশি নই, আমরা লড়াই করে হেরেছি। যতোটা ক্ষমতা ছিল ততোটা আমাদের ছেলেরা করেছে। তবে এটা ঠিক ১০ বা ১৫ রান না এর চেয়েও আরো কিছু বেশি রান যোগ হতে পারত। তাহলে ফলাফলটা অন্য রকম হত আজ।’

কিন্তু আপনি কি মনে করেন না হারের জন্য শেষ ২৪ বলে ৫২ রানের হিসেবটা সহজ করে দিয়েছেন রুবেল হোসেন এক ওভারে ২৩ রান দিয়ে? জবাবে ম্যাশ বাঁচালেন নিজ দলের পেসারকে। বলেন, আসলে ঐ রকম পরিস্থিতিতে অনেক কিছুই হতে পারে। তাছাড়া রুবেল নতুন কেউ না। তাকে শিখানোর কিছু তো নেই। রুবেল তোেআমাদের ম্যাচে ফিরেও এসেছিল।’

২৪ বলে ৫২ রান প্রসঙ্গে ম্যাশ আরো বলেন, আসরে ৫২ রান করাটা কঠিন ছিল কিন্তু ওটা হয়ে গেছে। আসলে যেদিন যারা ভাল খেলবে তারাই জিতবে। আসলে আমাদের রান কম ছিল। তারপরও বলব আমি অখূশি নেই। ছেলেরা শতভাগ দিয়ে চেষ্টা করেছে।’