দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মাসিকের দিনে মিলবে ছুটি, স্পেনে আইন পাস - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, February 19, 2023

মাসিকের দিনে মিলবে ছুটি, স্পেনে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতিমাসেই নারীদের একটি বিশেষ সময় অতিবাহিত করতে হয় অনেক সমস্যা নিয়ে। প্রতি মাসের বিশেষ দিনের রক্তপাতে যারা পেট ও কোমরের ব্যথায় কাতর হয়ে পড়েন বহু নারী। এ নিয়ে বিশেষ ভাবে কাজ করেছে স্পেন সরকার। তারই ধারাবাহিকতায় এখন কর্মক্ষেত্রে ছুটি নিতে পারবেন স্পেনের কর্মজীবি নারীরা। এজন্য এখন থেকে তাদের বেতন কাটা হবে না এখন থেকে। পুরো ইউরোপে স্পেনই প্রথম এমন আইন চালু করল।

বৃহস্পতিবার ইউরোনিউজ ডটকম স্পেনের সংসদে এই আইন অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে। 

ঋতুবতীদের মাসিকের সময় তিন দিনের ছুটির অধিকার দিয়েছে স্পেনের এই আইন। যাদের অসহ্য ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং বমি হয় তাদের বেলা এই ছুটি পাঁচ দিন পর্যন্ত হতে পারে।

এই ছুটির জন্য অবশ্য চিকিৎসকের পরামর্শপত্র নিতে হবে। ঋতুবতী ব্যক্তির হয়ে খরচ বহন করবে স্পেনের পাবলিক সোশাল সিকিউরিটি সিস্টেম।

আইনে বলা হয়েছে, এর বাস্তবায়নে নারীর জীবনে পিরিয়ডকে ঘিরে নানা কুসংস্কার এবং অন্ধ বিশ্বাস মোকাবিলা করা সহজ হয়ে উঠবে।

স্পেনের ইকুয়ালিটি মন্ত্রী আইরিন মনতেরো নতুন আইন পাসের মুহূর্তকে ‘নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক দিন’ হিসেবে সাধুবাদ জানান।