দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। হাথুরাসিংহের পক্ষেই কথা বললেন হেরাথ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, February 19, 2023

হাথুরাসিংহের পক্ষেই কথা বললেন হেরাথ

খেলার প্রতিবেদক :

পুরো বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে যখন হাথুরাসিংহের দ্বিতীয় বার বিসিবিতে কোচ হিসেবে যোগ দানের প্রসঙ্গে তুমুল সমালোচনা বাতাস গরম করছে তখনই তাতে পানি ঢেলে ঠান্ডা করার চেষ্টা করলেন আরেক কোচ রঙ্গনা হেরাথ।

 রঙ্গনা হেরাথ এখনও বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বে আছেন। প্রায় দুই বছর ধরেই সাকিব-তাইজুলদের সঙ্গে কাজ করছেন শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার। নতুন করে হেরাথের স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে আসছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে। সোমবার ঢাকায় পা রেখে কাজ শুরু করবেন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে। হাথুরুর দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

কিন্তু হেরাথ বলছেন ভিন্ন কথা, বলেছেন- হাথুরুর ফেরায় বাংলাদেশের ক্রিকেটেরই উপকার হবে। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের হেরাথ বলেন, ‘চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে, সাফল্যও পেয়েছে। আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’

হাথুরুর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে কিনা জানতে চাইলে হেরাথ বলেন, ‘আসলে সিলেকশন নয়, পরিকল্পনা সাজানো নিয়ে কথা হয়েছে।’