খেলার প্রতিবেদক :
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে পরশু ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা উত্তরা ফ্রেন্ডস ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে "চতুর্থ ওপেন এয়ার ব্লিট্জ রেটিং চেস টুর্নামেন্ট-২০২৩"।
দেশি-বিদেশি শতাধিক দাবাড়ুর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে ২০ ফেব্রুয়ারির মধ্যে ০১৮১৭১০২৬৪৪ নম্বরে যোগাযোগ করে নির্ধারিত এন্ট্রি ফি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আলম।
আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিযোগিতাটি ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের জন্য নির্ধারিত সময় ৩ মিনিট। আর প্রতি চালে ২ সেকেন্ড করে ইনক্রিমেন্ট থাকবে। বিজয়ীদের নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হবে।
