দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, May 19, 2023

হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম


অর্থনীতি প্রতিবেদক :
গাম ছাড়াই হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে এখন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া আদা, রসুন, জিরাসহ অন্যান্য মশলার দামও বাড়ছে।


আজ শুক্রবার (১৯ মে) রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়া, মিরপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এসব বাজারে কয়েকজন বিক্রেতা জানান, ১৫ দিন আগেও ৫৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। কিন্ত সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

এদিকে বাজারে আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। চীন থেকে আমদানি করা ভালোমানের আদা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। অন্যদিকে মাসখানেক আগেও আদা বিক্রি হতো ১৮০ টাকায়। এছাড়া আমদানি করা রসুনের দাম কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কয়েকদিনের ব্যবধানে জিরার দাম কেজিপ্রতি ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে আলুর দাম আরও বেড়ে এখন প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

মাছের বাজারে দেখা গেছে, দেশি ও চাষের সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। রুই-কাতলা কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা। পাঙাশ ও তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। অপরদিকে, টেংরা, কই, শিং ও চিংড়ি মাছ কিনতে কেজিপ্রতি ৬০০ টাকার বেশি খরচ করতে হচ্ছে।

মুদির দোকানে দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা ও চিনি ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২২০ থেকে ২৩০ টাকা দরে। ফার্মের মুরগির ডিমের ডজন ১৫০ টাকা ও গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।