দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গাছবাড়ী হুজুরের জানাজা ও দাফন নিয়ে ৪টি সিদ্ধান্ত - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, May 18, 2023

গাছবাড়ী হুজুরের জানাজা ও দাফন নিয়ে ৪টি সিদ্ধান্ত

ফাহিম আহমেদ সিলেট থেকে :
শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী হুজুরের লাশ রাত বারোটা পর্যন্ত দরগাহ মসজিদ প্রাঙ্গণে থাকবে। 


এরপর শাহপরান চৌমুহনীস্থ হুজুরের নিজ বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবার সংশ্লিষ্টরা হুজুরকে শেষবারের মতো দেখবেন। 


জানাজা বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেটের শাহী ঈদগায় ময়দানে অনুষ্ঠিত হবে। (আলিয়া মাদরাসা মাঠে কাঁদা থাকায় স্থান পরিবর্তন করা হয়েছে)



দাফন দরগাহে হজরত শাহজালাল রাহ. এর মাজার সংলগ্ন মাকবারায়, জীবনের সবটুকু যে প্রতিষ্ঠানকে বিলিয়েছিলেন তিনি সেই ঐতিহাসিক স্হানে চিরনিদ্রায় শায়িত হবেন ইনশাআল্লাহ। 


এদিকে শায়েখুল হাদিসের মৃত্যু সংবাদ পেয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য অগণিত ভক্ত বৃন্দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।  বৃটেনের আলিম ওলামা সমাজ সাংবাদিক সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ  মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন  করেছেন। তাঁরা বলেন তিনি ছিলেন সমগ্র সিলেট জেলার মধ্যে অন্যতম এজন ইসলামি চিন্তাবিদ। 


এদিকে বৃটেনের বৃটিশ বাংলাদেশী কমিউনিটির পক্ষ হতে সাংবাদিক মোহাম্মদ এ হুসাইন তার মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।