দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মারাত্মক অর্থনৈতিক সংকটের কথা জানালেন মির্জা ফখরুল - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, May 15, 2023

মারাত্মক অর্থনৈতিক সংকটের কথা জানালেন মির্জা ফখরুল


রাজনীতি প্রতিবেদক :
দেশে ডলার সংকটের কারণে সামনে মারাত্মক অর্থনৈতিক সংকট দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় দুইটি বিদ্যুত কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব শঙ্কার কথা প্রকাশ করেন।


তিনি বলেন, ‘‘ এটাই হচ্ছে বাস্তবতা। শুধু এটাই নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যারা আমদানি করেন যে সমস্ত ব্যবসায়ীরা তারাও পণ্য আমদানি করতে পারছেন না ডলারের অভাবে। এটার প্রধান কারণ হচ্ছে যে, রিজার্ভের পরিমান এতো কমে গেছে যেটা এখন আমদানি পণ্য কেনা সম্ভব হচ্ছে না।”


‘‘ এটা তো এখনকার  অবস্থা। কয়েকদিন পরে তো এই সংকট আরো বাড়বে যখন পদ্মাসেতুর টাকা পরিশোধ করতে শুরু হবে। আজকেই পত্রিকায় এসেছে যে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যে নতুন তৃতীয় টার্মিনাল হচেছ সেই তৃতীয় টার্মিনালে আগামী বছর থেকে ১৫ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। সেই টাকা কোত্থেকে আসবে না আসবে এটা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যারা ধারণা রাখেন তারা ভালো করেই জানেন যে, বর্তমানে বাংলাদেশ একটা চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এবং এই রিজার্ভের পরিমান এতোই নেমে এসেছে যেটা মারাত্মক সংকট সৃষ্টি হওয়া শুধুমাত্রা এখন সময়ের ব্যাপার মাত্র।”