দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, August 14, 2023

২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন


ঢাকা প্রতিবেদক :
আগামী ২ সেপ্টেম্বর খুলে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের রাজধানীর এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


সোমবার (১৪ আগস্ট) রাজধানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি জানান, র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য ২২.৫ কি. মি.। উদ্বোধনের পর থেকে এ এক্সপ্রেস হাইওয়ে যাতায়াত করা যাবে।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


৬৩২ কোটি টাকা পদ্মা সেতুর টোল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।