খেলার ডেস্ক :
৫৪তম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কংগ্রেস (১৬-১৮ আগষ্ট,২০২৩) এবং ২৩তম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ১৯-২৭ আগষ্ট,২০২৩ পর্যন্ত হাঙ্গেরির রাজধানী বুদাপেষ্টে অনুষ্ঠিত হবে।
উক্ত কংগ্রেস ডেলিগেট হিসেবে অংশগ্রহন করবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) অ্যাথলেট হিসেবে অংশগ্রহন করবেন এশিয়ান ইনডোরে স্বর্নজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান ।
অংশগ্রহনকারী কংগ্রেস ডেলিগেট এমিরেটরস এর একটি এয়ারওয়েজে আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ত্যাগ করেন। অ্যাথলেট ইমরানুর রহমান যুক্তরাজ্য থেকে কাল ১৫ আগষ্ট বুদাপেষ্টের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। আজ রাতে ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অ্যাথলেট ইমরানুর রহমান ১০০ মিটার ইভেন্টে অংশগ্রহন করবেন। ১০০মিটার ইভেন্টের রাউন্ড-১ শুরু হবে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৪৩ মিনিটে (হাঙ্গেরী সময়) অনুষ্ঠিত হবে। এবারের ওয়ার্ল্ড অ্যাথলেটিকস এ ইমরানুর পূর্বের চেয়ে ভালো টাইমিং করবেন এবং সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই অর্জন করার আশা ব্যাক্ত করেছেন। ইমরান সকলের কাছে দোয়া চেয়েছেন।
