দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ২৫ জনের রিট - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, December 12, 2023

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ২৫ জনের রিট


আইন-আদালত :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ২৫ জন প্রার্থী নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেছেন। গত রোববার (১০ ডিসেম্বর) ও সোমবার এসব আবেদন করেন এই প্রার্থীদের আইনজীবীরা।


রোববার রিটকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন—স্বপন কুমার সরকার (রাজবাড়ী সদর), সুব্রত চন্দ্র সরকার (নেত্রকোনা-২), খন্দকার আহসান হাবিব (টাঙ্গাইল সদর), জয়নাল আবেদীন, (নারায়ণগঞ্জ সদর), মুহম্মদ খাইরুল বাশার লাভলু (নরসিংদী-৫), মো. মোস্তফা জামাল 


(ঢাকা-১৫), সুলতান মাহমুদ (জয়পুরহাট) জাকির হোসেন (সিলেট-৩), মো. শামীম মিয়া (নেত্রকোনা-৫), নূর মোহাম্মদ মিয়া (শরীয়তপুর-৩), মোহাম্মদ আমিনুল ইসলাম (নরসিংদী-৫) ও সোহেল রানা (সাভার)।


পরের দিন গতকাল সোমবার ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেছেন, তারা হলেন—জয়নাল আবেদীন (মুন্সিগঞ্জ-২), মো. ইউসুফ পারভেজ (ঝিনাইদহ সদর), নুরুল আলম ( 


কক্সবাজার-৩), চৌধুরী এবাত নুর (কক্সবাজার-১), নুরুল করিম আফসার (চট্টগ্রাম- ৬), এস এম আশিক বিল্লাহ (ঢাকা-১০), সালমা আক্তার শিল্পী (পটুয়াখালী-৩), প্রভেসর আবু সাঈদ (পাবনা-১), মীর এনায়েত 


হোসেন মন্টু (টাঙ্গাইল-৭), হোসাই মোহাম্মদ ইসলাম (যশোর-৬), এস এম এনায়েত করিম (পটুয়াখালী-২) ও মো. শাহানাজ ব্যাপারী (চাঁদপুর-৫)।এদিকে তৃতীয় দিনের মতো ইসিতে শুনানি চলছে। 


এদিনের প্রথম ভাগে দুপুর ১টা পর্যন্ত ৬০ জনের শুনানি হয়েছে। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৬ জন। নামঞ্জুর হয়েছে ২১ জনের ও অপেক্ষায় রাখা হয়েছে আরও তিনজনকে।