দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আমাদের ওপর কোনো স্যাংশন আসবে না: এফবিসিসিআই সভাপতি - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, December 11, 2023

আমাদের ওপর কোনো স্যাংশন আসবে না: এফবিসিসিআই সভাপতি


অর্থনীতি প্রতিবেদক :
যুক্তরাষ্ট্র অর্থনীতি সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।


সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় একটি বেসরকারি জুট মিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘রাজনীতি যার যার অর্থনীতি সবার। অর্থনীতি ঠিক থাকলে দেশ ঠিক থাকবে। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ ব্যবসাবান্ধব। আমাদের সরকারও ব্যবসাবান্ধব। আমি মনে করি না যে আমাদের ওপর কোনো স্যাংশন আসবে।’

 
মাহবুবুল আলম আরও বলেন, ‘আমি আশা করব একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয়। সবাই যখন ভোট দিতে আসবে, তখন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।’

দেশের বন্ধ হওয়া সরকারি পাটকল নিয়ে মাহবুবুল আলম বলেন, ‘আমরা মনে করি যেসব বন্ধ জুট মিল আছে, সেগুলো প্রাইভেট সেক্টর করবে। এতে জুট এগিয়ে যাবে। শুধু জুট নয়, জুটের তৈরি সব পণ্য বিদেশে রফতানি হবে।’


এর আগে বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে শৈলকুপার হড়রা গ্রামে আসেন তিনি। পরে দিগনগর মাধ্যমিক বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে শিল্পপতি আসলাম সেরনিয়াবাত, বসুমতি গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বসুমতি জুট মিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।