দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের স্মরণে অনুষ্ঠান, খাবার না পেয়ে চেয়ার ভাঙচুর - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, December 11, 2023

আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের স্মরণে অনুষ্ঠান, খাবার না পেয়ে চেয়ার ভাঙচুর


জেলার খবর :
জামালপুরে মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খাবার না পেয়ে অর্ধশত চেয়ার ভাঙচুর ও হট্টগোল করেছে বিক্ষুব্ধরা। 


রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, রোববার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মির্জা আজমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি না আসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষ হওয়ার পর উপস্থিতরা খাবারের জন্য অপেক্ষা করতে থাকেন। হঠাৎ খাবার শেষ হয়ে যাওয়ার খবর এলে তারা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় ক্ষোভে তারা অর্ধশত চেয়ার ভাঙচুর করেন। পরে ইউনিয়নের সিনিয়র নেতারা গিয়ে পরিস্থিতি সামাল দেন।


আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি আইয়ুব আলী মোবাইল ফোনে বলেন, ‘আমার শরীরটা ভালো না। তাই অনুষ্ঠান শেষ করে আমি বাসায় চলে আসছি। প্রায় ৩ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছিলো। খাবার বিতরণও হয়েছে। কিন্তু সন্ধ্যায় জানতে পারি যে খাবার নিয়ে হট্টগোল হয়েছে।’

 
শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বপন জানান, অনুষ্ঠানে অনেক লোক সমাগম হয়েছিলো। খাবার বিতরণের সময় অনেক ভীড় হয়। অনেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। তাই এমন ঘটনা ঘটেছে।


নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন মোবাইল ফোনে বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পরে পুলিশ আসে। এরপর খাবার দেয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বসিয়ে রাখা হয়। সবশেষ খাবার না পেয়ে কয়েকজন বিক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটায়। আমরা এতটুকুই শুনেছি।’