দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কি নামে ডাকব "২০২৪" সালের নির্বাচনকে? - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, December 17, 2023

কি নামে ডাকব "২০২৪" সালের নির্বাচনকে?


জাতীয় প্রতিবেদক :
রোববার (১৭ ডিসেম্বর) অনেক নাটকীয়তার পর শরিকদের ৩২টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন দলটি। এর মধ্যে জাপাকে দিয়েছে ২৬টি। অবশেষে ভাগাভাগির বিষয়টি নিয়ে আর লুকানোর মত কোন বিষয় রইল না।


তাই একজন সাংবাদিক হিসেবে এবং ভোটার হিসেবে জানতেই - কি নামে ডাকব "২০২৪" সালের নির্বাচনকে? ২০১৪ আর ২০১৮ সালের পর এবার কি নামে ডাকব জাতীয় সংসদ নির্বাচনকে?


২০২৪ সংসদ নির্বাচন ভাগাভাগির নির্বাচন হচ্ছে এটা আজ রোববার প্রকাশ্যে এসেছে। জাপা এবারও আওয়ামী লীগের সাথে মহাজোটে আছে। সে হিসেবেই ৩০০ আসনে ভাগাভাগি হয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে বিরোধি কে?


জাপা যদি আপোষ রফায় না যেত হলে বলার মতো একটা কিছু ছিল। এখন তো সেটাও নেই। ২০১৮ সালে যে মহাজোটি ছিল তারাই আবার ২০২৪ সালে মহাজোটেই আছে। তাহলে বিরোধি দল কোথা থেকে আসবে?


তাহলে বিগত এক বছরের বেশি সময় ধরে জাপার চেয়ারম্যান জি এম কাদের সরকার বিরোধি সে সব বক্তব্য দিয়েছেন সেসব কেবলই ফাঁকা বুলি! বাস্তবতা সেটাই বলছে।


গণতন্ত্রের নামনে সরকার আর তার বন্ধুরা নাটক করবে সাধারণ ভোটার চেয়ে চেয়ে দেখবে। সরকার পক্ষের লোক হলে সব সঠিক, আর বিরোধি দলের কেউ হলে সেটা নাশকতা! এর নাম ২০২৪ সালের গণতন্ত্রের নতুন ফর্মুলার নির্বাচন।


কোন সার্টিফিকেট দেয়া যায় ২০২৪ সালের নির্বাচনকে? সরকার বনাম ডামি, সরকার বনাম স্বতন্ত্র, সরকার বনাম মহাজোটের বন্ধুরা না-কি সরকার বনাম নিজেরা নিজেরা?