দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সৌদিতে সাত দিনে সাড়ে ১৯ হাজার প্রবাসী আটক - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 25 February 2024

সৌদিতে সাত দিনে সাড়ে ১৯ হাজার প্রবাসী আটক


আন্তর্জাতিক ডেস্ক :
বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজার ৪৩১ জন প্রবাসীকে আটক করেছে সৌদির নিরাপত্তা বাহিনী।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৫ ফেব্রুয়ারি) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। গত ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।


আটককৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৮৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৪ হাজার ২৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২৮০ জনকে আটক করা হয়েছে।


এ ছাড়া সৌদিতে অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টায় ৯৭১ জন এবং অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টার সময় ৩৬ জনকে আটক করা হয়।


গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে সৌদি আরবে গ্রেপ্তারকৃত ৫৮ হাজার ৩৬৫ জন আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। এরমধ্যে সাড়ে ৯ হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে।


সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারীকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি সরকার এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে।