দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে ঈদে মিলাদুন্নবী পালিত - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 7 September 2025

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে ঈদে মিলাদুন্নবী পালিত


মালদ্বীপ প্রতিনিধি:

শনিবার (০৬ সেপ্টেম্বর)  যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে মালদ্বীপে দূতাবাসের হলরুমে  , এ উপলক্ষে  দূতাবাসে  আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা।


 আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, মালদ্বীপ প্রবাসী ব্যাবসায়ী  ঢাকা ট্রেডার্সের কর্ণধার  মো. বাবুল হোসেন।



আলোচনার শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন মিশন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী (সা.)-এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করত বলে মন্তব্য করেন অতিথিরা।



এ সময়  প্রধান অতিথি  ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ  সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সঃ)-এর জন্ম ও মৃত্যু নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নবীজির (সা.) জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তার নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে।



পরিশেষে  বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি প্রতিষ্ঠা,বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজন ও ধর্মপ্রাণ নাগরিকরা অংশগ্রহণ করেন।