দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ১৭ কোটি মানুষের জন্য পণ্য আমদানি করা কঠিন: বাণিজ্য প্রতিমন্ত্রী - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 22 February 2024

১৭ কোটি মানুষের জন্য পণ্য আমদানি করা কঠিন: বাণিজ্য প্রতিমন্ত্রী


জাতীয় প্রতিনিধি : 
১৭ কোটি মানুষের জন্য পণ্য আমদানি করা কঠিন, তাই উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, রিজার্ভের টাকা খরচ করে পণ্য আমদানি করা হচ্ছে, আসন্ন রমজানে পণ্যের সংকট থাকবে না।


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিরডাপে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।


বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারের কোনো পন্য অবিক্রিত থাকছে না কিংবা কেউ খালি হাতেও ফিরছে না। কিন্তু একসময় টাকা দিলেও খাদ্য পাওয়া যেত না। এ সময় কেউ মজুতদারি করে বাজারে অস্থিরতা তৈরি করলে তা দমন করা হবে বলেও জানান তিনি।


প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী একমাসের মধ্যে ধানের উৎপাদন খরচ ও ক্রয়-বিক্রয়ের হিসাবসহ খুচরা মূল্য দেয়া হবে। এছাড়া, বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন করতে কাজ করতে চান বলেও জানান তিনি।