জেলার খবর :
পুলিশ হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ায় এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের ৪ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন স্টিমার ঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পালানো ওই যুবকের পরিচয় পুলিশ নিশ্চিত করেনি। প্রত্যাহার চারজন হলেন—এসআই রেজা, এএসআই মাহবুব ও দুজন কনস্টেবল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিফুল ইসলাম চারজনকে ক্লোজ করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরদি এলাকায় এক যুবককে জনতা পিটুনি দেওয়ার খবর পেয়ে স্টিমার ঘাট ফাড়ির পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিল। তারা গিয়ে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। যুবকের স্বজনরা পৌঁছার পর পুলিশ সদস্যরা খেতে যান।
এ সুযোগে ওই যুবক পালিয়েছে। এতে কর্তব্য পালনে গাফেলতির অভিযোগে চারজনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একাধিক সূত্র জানিয়েছে, পালানো যুবকের নাম খালিদ খান।
নিষিদ্ধ ছাত্রলীগের সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বুধবার দুপুরে সাগরদি এলাকার ছাত্র-জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছিল।