দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সীতাকুণ্ডে ১ জন নিহত, ২ জন আহত পিকআপভ্যান এর চাপায় - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 15 May 2025

সীতাকুণ্ডে ১ জন নিহত, ২ জন আহত পিকআপভ্যান এর চাপায়


জেলার খবর :

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারের সময় পিকআপভ্যান চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পথচারীর গুরুতর আহত হয়েছেন।


আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।


প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালের বৃদ্ধ আবুল হোসেনসহ ৩ পথচারী হেঁটে ছোটদারগারো হাট বাজারের দিকে যাচ্ছিলেন। কিছু দূর হাঁটার পর তিনজনেই রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন। এতে পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেনসহ তিন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্ঘটনার পর মহাসড়ক থেকে পিকআপ ভ্যানটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’