দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ বোতল অবৈধ স্কপ সিরাপসহ একজন গ্রেফতার, আরেক পলাতক - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, October 15, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ বোতল অবৈধ স্কপ সিরাপসহ একজন গ্রেফতার, আরেক পলাতক


জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ১৫০ বোতল অবৈধ স্কপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে বিজয়নগর থানার এসআই (নিঃ) পংকজ দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।


পুলিশ সূত্রে জানা গেছে, ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তালগাছমুড়া ব্রিজ এলাকা থেকে মোঃ কুদ্দুস মিয়া (৩০), পিতা-মিয়া চাঁন, সাং-কালাছড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোট ১৫০ বোতল স্কপ সিরাপ জব্দ করা হয়। গ্রেফতারের সময় দুই নম্বর আসামী মোঃ রনি ভূঁইয়া (২৭) পালিয়ে যেতে সক্ষম হন।


উদ্ধারকৃত আলামত পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তালিকাভুক্ত করে সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় এফআইআর নং-২৩, তারিখ ১৪ অক্টোবর ২০২৫ এবং জি আর নং-৪৩২, তারিখ ১৪ অক্টোবর ২০২৫, ধারা ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


উপজেলা পুলিশ ও থানার কর্মকর্তা জানিয়েছেন, পলাতক আসামীর খোঁজে অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপ জোরদার করা হবে।