জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সামনে রবিবার (১৯ অক্টোবর) শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। তারা দাবি করেছেন—বিদ্যালয়ে উদ্ভূত অনিয়মের স্বচ্ছ ও দ্রুত তদন্ত করতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।
অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমাদ্দার বিদ্যালয়ের তহবিল আত্মসাৎ, শিক্ষকদের জিপিএফ সংক্রান্ত অনিয়ম ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল হক পলাশ ৬ অক্টোবর থেকে বিষয়টি লিখিতভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানিয়েছেন এবং প্রধান শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দুই সপ্তাহ পার হলেও সন্তোষজনক কোনো জবাব না মেলায় স্থানীয়রা প্রতিবাদে নেমেছেন।
অভিযোগপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, “বিদ্যালয়ের হিসাব-নিকাশ ম্যানেজিং কমিটি অনুমোদিত; সুষ্ঠু তদন্ত হলে সব কিছু পরিষ্কার হবে।” ঘটনার পর ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং নিয়ম অনুযায়ী তদন্ত চলছে; প্রতিবেদন উপরের কর্তৃপক্ষকে পাঠানো হবে।
মানববন্ধনে স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন—শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা চাই। তারা সতর্ক করেছেন, তদন্ত দ্রুত না হলে আরও কঠোর আন্দোলন হতে পারে। শিক্ষক ও অভিভাবকরা শান্তি বজায় রেখে প্রশাসন, ম্যানেজিং কমিটি ও স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের সুনাম ও ছাত্রছাত্রীর পড়াশোনা রক্ষার আহ্বান জানিয়েছেন।
