জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরাইল উপজেলার দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফকিরহাটি গ্রামের মাঠে স্থানীয় কিশোরদের এক প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খেলার একপর্যায়ে ফকিরহাটির এক কিশোর দক্ষিণ আড়িফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই উভয়পক্ষ লাঠিসোঁটা, টেঁটা-বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুনরায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে পুরনো বিরোধ আগে থেকেই ছিল। ফুটবল খেলার ঘটনাকে কেন্দ্র করে সেটি বড় সংঘর্ষে রূপ নেয়। তারা প্রশাসনের কাছে স্থায়ী শান্তি নিশ্চিত করতে কঠোর নজরদারি ও সালিশি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
