দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত, আর মাত্র কয়েক মিনিট - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 20, 2023

ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত, আর মাত্র কয়েক মিনিট

জাতীয় প্রতিবেদক :

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অগণিত মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আর মাত্র কিছুক্ষণ পরই ফুলে ফুলে ভরে উঠবে শহীদ মিনার। স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে দেখা যায়, দেয়াল লিখন, আলপনা ও দেয়াল চিত্রে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফুটে উঠেছে ১৯৫২ সালের সেই কঠিন দিনগুলোর আবহ। শহীদ মিনার ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্তরে স্তরে বিভিন্ন বাহিনীর নজরদারি চলছে। শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ চলছে। শহীদ মিনার সংলগ্ন রাস্তা আলপনার রাঙানো হয়েছে। আশপাশের রাস্তার দেয়ালে নতুন রঙ করা হয়েছে।