দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার করেছে আওয়ামী লীগ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, May 15, 2023

জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার করেছে আওয়ামী লীগ


রাজনীতি প্রতিবেদক :
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আজ সোমবার (১৫ মে) তাকে স্থায়ী বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।


এদিকে গতকাল রোববার (১৪ মে) গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কারের জন্য সুপারিশ করেন দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যরা। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে এই  বহিষ্কারের জন্য সুপারিশ করেন তারা।


আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। যদিও জাহাঙ্গীর আলমের প্রর্থিতা বাতিল হয়েছে। এখন তিনি তার মায়ের প্রচারণা করছেন।


সম্পাদকমণ্ডলীর বৈঠকে সূত্রে জানা যায়, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে কথা হয়েছে। এ সময় জাহাঙ্গীর আলমের বিষয়টি তোলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বারবার সিদ্ধান্ত অমান্য করায় তাঁকে দল থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশের কথা বলেন তিনি। বৈঠকে নাছিম বলেন, ‘বারবার ক্ষমার সুযোগ নিয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন জাহাঙ্গীর। এটা বন্ধ হওয়া দরকার।’


এসময় নাছিমের সঙ্গে অনেকেই বিষয়টি নিয়ে কথা বলেন এবং একমত পোষণ করেন। তাদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্ত লিখিত আকারে দলের সভাপতি শেখ হাসিনাকে জানাবেন।


এর পরদিন আজ সোমবার জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত আসলো।