স্যাংশানধারী দেশের পণ্য বর্জনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে প্রশ্নর রেখে মির্জা ফখরুল বলেছেন, ‘‘ এটা আমরাও প্রশ্ন উনি কেনো হঠাৎ করে এতোদিন পরে ওই স্যাংশানের ওপরে বিষোদগার করছেন। তিনি ভালো জানেন যারা স্যাংশানের দেয় কিভাবে…. কিছুদিন আগেও কিন্তু স্যাংশানের কারণে রাশিয়ার একটি জাহাজ বাংলাদেশ ফেরত দিয়েছে।”
বলেন, ‘‘ এখন বাংলাদেশ কি ক্রয় করে যুক্তরাষ্ট্র থেকে- এটা আমরা সব জানি, তার পরিমান বলুন বা তার ভলিউম বলুন-এটাও আমরা সব জানি। সুতরাং এটা তিনি কেনো বলেছেন তা আমরা সহজে বুঝতে পারি। তিনি সম্ভবত আমরা মনে হয় ইরিটেডেট হয়ে আছেন। কেনো ইরিটেডেট হয়ে আছেন সেটা আমার জানা নেই।”
সরকারী দলের সমালোচনা করে ফখরুল বলেন ‘বিএনপি ময়ুর সিংহাসন চায় না’।
১০ দফা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রী-নেতাদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ উনার ময়ুন সিংহাসনের কথা বলেছেন। আমরা ময়ুর সিংহাসনে বসতে অভ্যস্ত নয়।”
‘‘ আমরা জনগনের কাতারে থেকে জনগনের চেয়ারে বসতে অভ্যস্ত এবং সেটা জনগনকে সঙ্গে নিয়ে।”
এর আগে বিকালে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে প্রয়াত দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি প্রণয়নে একটি বৈঠক হয়। এতে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবদুল হাই শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক এবি এম ওবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক এজেড রিয়াজ উদ্দিন নসু, শিক্ষাবিদ অধ্যাপক আফম ইউসুফ হায়দার উপস্থিত ছিলেন।
সভায় দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী পালনে ৬টি উপকমিটি গঠন করা হয়।
