দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘নির্বাচকরা তো মাহমুদউল্লাহর শত্রু না যে, ইচ্ছে করে বাদ দিবে’ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 15 August 2023

‘নির্বাচকরা তো মাহমুদউল্লাহর শত্রু না যে, ইচ্ছে করে বাদ দিবে’


খেলার প্রতিবেদক :
আলোচনায় থাকার পরও এশিয়া কাপের ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা হয়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের দলে সুযোগ না পাওয়ায় হতাশ ভক্ত-সমর্থকরা। এবার রিয়াদ ইস্যুতে নিজের ভাবনা জানিয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।


আজ মঙ্গলবার (১৫ আগস্ট) মিরপুর শেরেংবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এশিয়া কাপের বাংলাদেশ দলের সম্ভাবনার পাশাপাশি মাহমুদউল্লাহ ইস্যুতে কথা বলেন সুজন। দলে আসতে হলে পারফর্ম করার কোনো বিকল্প নেই রিয়াদের বলে মত এই সাবেক ক্রিকেটারের।


মাহমুদউল্লাহর এশিয়া কাপের দলে না থাকার প্রসঙ্গে সুজন বলেন, ‘একজন প্লেয়ার তার নিজস্ব ক্রিকেট মেধা দিয়ে পারফর্ম করবে। আর একটা সিলেকশন প্যানেল আছে, যারা সেই মেধার মূল্যায়ন করে দল বাছাই করে। আর রাজ্জাক, নান্নু ও বাশাররা তো আর রিয়াদের শত্রু  না, যে তাকে ইচ্ছে করে দল থেকে বাদ দেবে। রাজ্জাক আর রিয়াদ তো একটা সময় একসঙ্গে খেলেছেও।’


সুজন আরও বলেন, ‘নির্বাচকরা তো অনেক পরিকল্পনা করেন, সব তো আর আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি তো আর নান্নু ভাইকে প্রশ্ন করব না যে, আপনি কেন রিয়াদকে বাদ দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা একটা সময় সবাইকে বিদায় নিতে হবে। জানি না, এখনকার ক্রিকেটাররা কেনো নিজের জায়গা ছাড়তে চায় না। আপনাকে জানতে হবে, কখন বিদায় বলা উচিত। এটা একান্তই তাদের ব্যাপার, তারা কখন বিদায় নিতে চায়।’


নতুন খেলোয়াড়দের সুযোগ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমাদের ক্রিকেটে মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদদের অবদান অনেক। তবে আমাদের আগামীর কথা চিন্তা করে কিছু প্লেয়ারও তৈরি করতে হবে। আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। রিয়াদের ওপর আমার বিশ্বাস আছে, সে নিজেকে প্রমাণ করেই ফিরবে।’


একটা সময় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে নিয়মিত ছিলেন খালেদ মাহমুদ সুজন। ছিলেন দলের ম্যানেজারও। তবে গত কয়েক মাস ধরেই তিনি দলের সঙ্গে নেই। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে আবারও দলের সঙ্গে থাকতে প্রস্তুত তিনি।