জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ (৫০) এবং যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাঁরা দুজনই সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কিনতে ইউসুফের চালিত অটোরিকশায় সরাইল বাজারের উদ্দেশে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, “দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”
এদিকে স্থানীয়রা জানান, সরাইল-নাসিরনগর সড়কে অতিরিক্ত গতিতে চলাচল ও ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়কটিতে যানবাহন নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
