দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কুমিল্লায় নির্বাচনি খিচুড়ি ও বিরিয়ানি জব্দ, এতিমখানায় বিতরণ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, December 18, 2023

কুমিল্লায় নির্বাচনি খিচুড়ি ও বিরিয়ানি জব্দ, এতিমখানায় বিতরণ

কুমিল্লায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রান্না করা খিচুড়ি ও বিরিয়ানি জব্দ। ছবি : সংগ্রহ
জেলার খবর :
কুমিল্লায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় খিচুড়ি ও বিরিয়ানি রান্না করে বিতরণের অভিযোগে নৌকার ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা খিচুড়ি এতিমখানায় নিয়ে বিতরণ করা হয়েছে।


আজ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।


বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, আজ সন্ধ্যায়  বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের পক্ষে ভোটারদের মধ্যে বিরিয়ানি বিতরণ চলছিল। এটা নির্বাচনি আচরণবিধি ব্যত্যয়। তাই  প্রার্থীর পক্ষে মো. জসীম উদ্দিন নামে এক সমর্থককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দ করা বিরিয়ানি এতিমখানায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়।


এ ছাড়া আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাকশিমুল  ইউনিয়নের আজ্ঞাপুরে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হকের বাড়িতে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম খানের পক্ষে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর অপরাধে মো. শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা এবং খিচুড়ি জব্দ করে এতিমখানায় পাঠানো হয়।