দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। আইসিসি বিশ্বকাপ ফাইনাল ২০২৩ : পিচ ছিল ‘গড়পড়তা’ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, December 9, 2023

আইসিসি বিশ্বকাপ ফাইনাল ২০২৩ : পিচ ছিল ‘গড়পড়তা’


খেলার ডেস্ক :
বিশ্বকাপ শেষ হয়েছে, তা প্রায় দিন বিশেক গড়িয়েছে। তবুও বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা যেন থামছেই না। পুরো বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফর্ম করা ভারতীয় ব্যাটাররা, ফাইনালে জ্বলে উঠতে ব্যর্থ। রোহিতদের এমন পারফরম্যান্সের পরই ফাইনালের পিচ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি আমলে নিয়ে আহমেদাবাদের পিচকে ‘গড়পড়তা’ রেটিং দিল আইসিসি।


গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ছেলে ও মেয়েদের ক্রিকেটের পিচ ও আউটফিল্ড রেটিংয়ের তালিকা এই সপ্তাহে হালনাগাদ করেছে আইসিসি। সেখানে ফাইনাল ম্যাচের পিচের মান নির্ণয় করেছেন আইসিসি ম্যাচ রেফারি ও সাবেক জিম্বাবুইয়ান ব্যাটার অ্যান্ডি পাইক্রফট। তার মতে, ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের পিচ ছিল ‘গড়পড়তা’ মানের। 


সব মিলিয়ে বিশ্বকাপের পাঁচ ভেন্যুর আটটি ম্যাচের উইকেট ‘গড়পড়তা’ রেটিং পেয়েছে। যেখানে স্বাগতিক ভারতের ছিল পাঁচটি ম্যাচ। ওয়াংখেড়েতে হওয়া ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালের পিচ ‘ভালো’ রেটিং পেয়েছে। এই ম্যাচের আগে পিচ পরিবর্তন নিয়ে ভারতের বেশ সমালোচনা হয়েছিল। কিছু সমালোচনা ছিল আউটফিল্ড নিয়েও।


ধর্মশালায় বিশ্বকাপের পাঁচ ম্যাচের চারটির আউটফিল্ডকেও গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। টুর্নামেন্টের সময় এই মাঠের বাজে আউটফিল্ড নিয়ে সমালোচনা হয়েছিল অনেক। ক্রিকেটাররাও এমন আউটফিল্ডের সমালোচনা করেছেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পিচকে অবশ্য ‘ভালো’ বলেছে আইসিসি।


যে পিচে ফাইনাল খেলা হয়েছিল সেটি খুব স্লো বা ধীরগতির পিচ ছিল। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২৪০ রানই তুলেছিল। জবাবে ৪৩ ওভারে জয় তুলে নেয় অজিরা। ব্যাটার ট্রাভিস হেড ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।