জাতীয় প্রতিবেদক :
আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বীর সেনানী ভাষাশহীদদের বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে । মহান ২১ ফেব্রুয়ারীকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ মঙ্গলবার ভোর ৬টা বিএনপির নয়া পল্টন দলীয় কেন্দ্রীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
মহান ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্য বিএনপি দলীয় কর্মসূচী ঘোষণা করেছে। আজ সকাল ৭টা ৩০ মিনিট কালো ব্যাজ সহকারে নীলক্ষেত বলাকা সিনেমা হল সামনে থেকে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে যাত্রা করবে।
এছাড়া শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
অন্যদিকে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট অফিস সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
আজ দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
